logo ১০ মে ২০২৫
এনবিআরের চেয়ারম্যান হলেন নজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১১ জানুয়ারি, ২০১৫ ২০:১৯:০৮
image

ঢাকা:পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো: নজিবুর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


৮ জানুয়ারি সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এ পর্যায়ে আজ রবিবার বিকাল পর্যন্ত চেয়ারম্যান শূন্য ছিল এনবিআর।


পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক চিঠির মাধ্যমে পুন:আদেশ না দেয়া পর্যন্ত ফরিদ উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।


প্রসঙ্গত, ১৯৮২ ব্যাচের কাস্টমস ক্যাডারের সচিব পদমর্যাদাসম্পন্ন এ কর্মকর্তার প্রশাসনে সৎ, দক্ষ ও যোগ্য পরিচিতি রয়েছে।


(ঢাকাটাইমস/১১ জানুয়ারি/এইচআর/ এআর/ ঘ.)