প্রশাসনের বিভিন্ন পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৫ জানুয়ারি, ২০১৫ ১৮:৪৩:০১

ঢাকা: কেরানীগঞ্জে নির্মাণাধীন নুতন কেন্দ্রীয় কারাগার প্রকল্পের ফিল্ড অফিসার পদে প্রেষণ কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো: মমিন উল ইসলামকে প্রত্যাহার করে তার চাকরি গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের প্রত্যর্পণ করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা অপর এক আদেশে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদকে রিচিং আউট অব স্কুল চিলড্রেন(রস্ক) ফেইজ-২ প্রকল্পের সহকারী পরিচালক করে তাঁর চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে ন্যস্ত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক সিরাজুল ইসলামকে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক করে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অর্থ বিভাগের সহকারী সচিব মো: আব্দুল খালেককে এ্কই পদে পরিকল্পনা বিভাগে সহকারী সচিব পদে দেয়া হয়েছে।
অর্থ-বিভাগের সিনিয়র সহকারী সচিব বেগম উর্মি তামান্নার টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক পদে প্রেষণে নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
কুমিল্লা চৌদ্দগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনোয়ার হোসেনকে একই পদে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ সেলিম রেজাকে একই পদে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
ফুরিদপুর জেলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)কে একই পদে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৫ জানুয়ারি/এইচআর/ এআর/ ঘ.)