আনসার-ভিডিপির সদর দপ্তর নির্মাণ প্রকল্পের পরিচালক সারওয়ার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ ডিসেম্বর, ২০১৪ ১৯:০৬:৩৫

ঢাকা: গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হাসান আহমেদ সারওয়ারকে আনসার ও ভিডিপির ১৫টি ব্যাটালিয়নের জন্য সদর দপ্তর নির্মাণ (প্রথম পর্ব) প্রকল্পের পরিচালক করা হয়েছে। এছাড়া আরো চারটি পদে নিয়োগ-বদলি হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমকে চট্টগ্রামের জোনাল সেটেলমেন্ট অফিসার পদে নিয়োগ দিয়ে তার চাকরি ভুমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি-২য় পর্যায়ের)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক পদে উপসচিব আল-নুরী ফয়জুর রেজার প্রেষণাদেশের মেয়াদ প্রকল্পের মেয়াদকাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্প ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. মোছা. জেসমীন সুলতানাকে বিসিএস প্রশাসন একাডেমীর মেডিকেল অফিসার করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী পুলিশ সুপার নুরজাহান বেগমকে অবসর ছুটি বাতিল করে চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী পুলিশ সুপার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এইচআর/এমএটি)