logo ১০ মে ২০২৫
সচিব পদমর্যাদায় অবসরে যাচ্ছেন র‌্যাবের মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
৩০ ডিসেম্বর, ২০১৪ ২০:৪৪:০২
image

ঢাকা: সচিব পদমর্যাদায় অবসরে যাচ্ছেন র‌্যাবে মহাপরিচালক মোখলেসুর রহমান। আগামী বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন।


আজ মঙ্গলবার অবসরে যাওয়ার আগের দিন তাকে সচিব পদে পদোন্নতি দেয়া সংক্রান্ত একটি ফাইলে সই হয়। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে র‌্যাবের মহাপরিচালকের পদটি ছিল অতিরিক্ত সচিব পদমর্যাদার। প্রথমবারের মতো সচিব পদমর্যাদা পেলেন মহাপরিচালক মোখলেসুর রহমান।


কাল তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেয়ার পর তার স্থলাভিষিক্ত হবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার বেনজীর আহমদ।


(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এইচআর/এআর/ ঘ.)