এনএসআইর অতিরিক্ত পরিচালক কর্নেল খালিদ হাসান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ ডিসেম্বর, ২০১৪ ২২:০৮:৩৪

ঢাকা : বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মো. খালিদ হাসানকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে আরো বলা হয়েছে, বাংলাদেশ নৌ-বাহিনীর কর্মকর্তা কমডোর এম আবিদুর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আর বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
একইসাথে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) পদে প্রেষণে থাকা বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর মো. শফিকুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শামিউল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রত্যর্পণ করা হয়েছে।
পুলিশ বিভাগের ৫০টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্ল্যানের নির্মাণ শীর্ষক প্রকল্পের পরিচালক রেজাউল ইসলামকে ৬০টি তদন্ত কেন্দ্র টাইপ প্ল্যানের নির্মাণ শীর্ষক প্রকল্পের পরিচালক করা হযেছে।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এইচআর/এমএটি)