logo ১০ মে ২০২৫
প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৯ ডিসেম্বর, ২০১৪ ২২:০৭:২৭
image

ঢাকা: বেতন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. আকবর আলীকে ভূমি সংস্কার বোর্ডের সহকারী ভূমি সংস্কার কমিশন পদে বদলি করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।


এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পদে বদলির আদেশাধীন সিনিয়র সহকারী সচিব মো. নুরুজ্জামানকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক করা হয়েছে।


বেতন ও চাকরি কমিশন ২০১৩ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহফুজুর রহমানকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সিনিয়র ওয়াকফ প্রশাসক করা হয়েছে।


বেতন ও চাকরি কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব আব্দুল মালেককে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এর সিনিয়র সহকারী পরিচালক করা হয়েছে।


এছাড়া সহকারী কমিশনার (সিনিয়র সহকারী সচিব) পদে ছয়জনকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এইচআর/এমআর)