ঢাকা: তথ্য কমিশনের দুজন কমিশনারকে সচিব মর্যাদায় উন্নীত করা হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশিদা বেগম সাঈদ এ মর্যাদা পেয়েছেন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, তথ্য কমিশনার হিসেবে যোগদানের তারিখ থেকে তারা ওই পদে যতদিন কর্মরত থাকবেন ততদিন গ্রেড-১ এর জন্য নির্ধারিত বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
(ঢাকাটাইমস/ ২১ ডিসেম্বর/ এইচএফ/ঘ.)