logo ১০ মে ২০২৫
ঢাকার অতিরিক্ত জজকে হাইকোর্টের বিশেষ কর্মকর্তার পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ডিসেম্বর, ২০১৪ ১৭:০৯:৫৫
image

ঢাকা: ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বদরুল আলম ভূঁইয়াকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার বা বিশেষ কর্মকর্তার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।


বুধবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।


এর আগে বদরুল আলম ঢাকা জেলা জজ আদালতের ২০১৪ সালের অবকাশকালীন জজ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার পদে তাঁর নিয়োগ লাভের ফলে উক্ত আদালতের ২০১৪ সালের ডিসেম্বর মাসের অবশিষ্ট অবকাশকালীন সময়ের জন্য ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জুয়েল রানাকে অবকাশকালীন জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এইচআর/এমএটি)