ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে নতুন প্রশাসক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৪ ১২:২০:৩৭

ঢাকা:ঢাকার দুই সিটি করপোরেশনে (ডিসিসি) নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত মোস্তফা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাট অধিদফতরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মনকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বৃহস্পতিবার সকালে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে আজ একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ফারুক জলিলকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ফারুক জলিলকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলি করা হয়েছে।আদেশে প্রশাসকদের মেয়াদের বিষয়ে কিছু বলা হয়নি। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী প্রশাসকদের মেয়াদ ছয় মাস।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর ডিসিসি নির্বাচন না দিয়ে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নামে ডিসিসিকে দুই ভাগ করা হয় ২০১১ সালের ২৯ ডিসেম্বের। একই সঙ্গে আইন পরিবর্তন করে ছয় মাস মেয়াদে প্রশাসক নিয়োগের ব্যবস্থা কর্ হয়। ২০১১ সালের ৩ ডিসেম্বর প্রথম দফায় প্রশাসক নিযোগ হয়।
নির্বাচন অনুষ্ঠান না হওয়ায় ৬ মাস পর পর প্রশাসক পরিবর্তনের জায়গায় এক বছর করার জন্য গত ৮ ডিসেম্বর মন্ত্রিসভা বৈঠকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ-২০১৪’ উপস্থাপন করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।পরে সংশোধিত আইনের খসড়াটি অনুমোদন না দিয়ে প্রত্যাহার করতে বলা হয়। পরে মন্ত্রিসভা থেকে সংশোধন আইনটি প্রত্যাহার করে নেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার শীতের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
(ঢাকাটাইমস/ ১১ ডিসেম্বর / এইচ আর /এআর / ঘ.)