logo ১০ মে ২০২৫
রাষ্ট্রদূত পদে নিয়োগ পেলেন মেজর জেনারেল হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ডিসেম্বর, ২০১৪ ১৮:৫৪:৪৫
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল আবুল কালাম  মো. হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত পদে প্রেষণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিনকে প্রত্যাহার করে বাংলোদেশ সেনাবাহিনীতে দেয়া হয়েছে।


অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অধীনে রাষ্ট্রদূত পদে প্রেষণে থাকা বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত রিয়াল এডমিরাল এ এস এম আব্দুল আউয়ালকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরে নেয়া হয়েছে।


এ ছাড়া বাংলাদেশে সেনাবাহিনীতে কর্মরত মেজর মাসুদ কবিরকে  জাতীয় গোযেন্দা অধিদপ্তর (এনএসআই) এর যুগ্ম পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর  কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/৮ডিমেস্বের/এইচআর/এমএম)