logo ১০ মে ২০২৫
ডিসিসি প্রশাসকদের মেয়াদ সীমা থাকছে না
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ডিসেম্বর, ২০১৪ ০১:০৭:১৮
image

ঢাকা: একবার তফসিল ঘোষণার পর বন্ধ হয়ে যাওয়া ঢাকার দুই সিটি কর্পোরেশনের (ডিসিসি উত্তর ও ডিসিসি দক্ষিণ) নির্বাচনের খোঁজ নেই। কবে হবে তারও নিশ্চয়তা নেই। কিন্তু দফায় দফায় আইন সংশোধন করে বাড়ানো হচ্ছে সিটি কর্পোরেশন দুটির প্রশাসকের মেয়াদ। নতুন করে আবারও বাড়ানো হচ্ছে তাদের মেয়াদ। তবে এবার আর মেয়াদের নির্দিষ্ট গণ্ডি বা সীমা থাকছে না।


প্রথম দফায় আইনে দুই ডিসিসির প্রশাসকদের মেয়াদ ছিল ৯০ দিন। পরে আইন সংশোধনের মাধ্যমে তা বাড়িয়ে করা হয় ১৮০ দিন। আর এখন ডিসিসির প্রশাসকদের মেয়াদ অনির্ধারিত করার প্রস্তাব করা হচ্ছে। অথবা যদি মেয়াদ রাখা হয় তবে তা ৩৬৫ দিন বা এক বছর নির্ধারণ করার কথা বলা হচ্ছে।


স্থানীয় সরকার বিভাগ জানায়, আজ সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধনীর খসড়া উত্থাপনের কথা রয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) অশোক মাধব রায় বলেন, ‘সিটি কর্পোরেশনের প্রশাসকদের মেয়াদ বাড়ানো সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।’


এদিকে, এবারের আইন সংশোধনের পর সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ না করে রাজনৈতিক নেতাদের এ পদে নিয়োগ দিতে পারে বলেও স্থানীয় সরকার বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়।


প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে ভেঙ্গে ডিসিসি উত্তর ও ডিসিসি দক্ষিণ এই দুই ভাগে ভাগ করা হয়। আইনের বিধান অনুযায়ী ২০১২ সালের ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে ওই বছরের ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে ওই বছরের ১৬ এপ্রিল হাইকোর্ট ডিসিসি নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে। এছাড়া রুল জারির পাশাপাশি ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দেয়া হয়। রুলে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুসারে কর্পোরেশনকে ওয়ার্ডে বিভক্ত করা ও ওয়ার্ডের সীমানা নির্ধারণসহ সংশ্লিষ্ট কয়েকটি ধারা বাস্তবায়ন করে কেন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। পরে ২০১৩ সালের ১৩ মে উচ্চ আদালত ডিসিসি নির্বাচনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। উচ্চ আদালত নিষেধাজ্ঞা তুলে নিলেও নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তা কাটেনি। এরই মধ্যে এখন এই আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।


স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী, নতুন বা বিভক্ত সিটি করপোরেশনের ক্ষেত্রে প্রশাসক নিয়োগের বিধান করা হয়। এতে বলা হয়, নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন। তবে একজন প্রশাসকের মেয়াদ হবে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৯০ দিন। এ সময় পার হলে আবার (যদি নির্বাচন না হয়) প্রশাসক নিয়োগ করা হবে। সরকারের অতিরিক্ত সচিবকে এ পদে নিয়োগ দেয়ার বিধান রাখা হয়।


অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের এপ্রিলে। নির্বাচনে বিজয়ী হন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। এরপর টানা প্রায় ১০ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৭ সালের ১৫ মে ডিসিসির মেয়াদ শেষ হয়। ইতিমধ্যে সীমানা সংক্রান্ত জটিলতার অবসান হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।


(ঢাকাটাইমস/ ৮ ডিসেম্বর/ এইচএফ/ঘ.)