logo ১০ মে ২০২৫
৫ জেলার ডিসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ডিসেম্বর, ২০১৪ ১৮:৩৩:০৭
image


ঢাকা : পাচঁ জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয়েছে। এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংত্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক কে এম তরিকুল ইসলামকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বাগেরহাট জেলার জেলা প্রশাসক মো. শুকুর আলীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এবং খুলনা জেলার জেলা প্রশাসক আনিছ মাহমুদকে প্রত্যাহার করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এবং জয়পুরহাটের ডিসি মোহাম্মদ ইয়াসিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এইচআর/এমএটি)