logo ১৯ মে ২০২৫
উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ নভেম্বর, ২০১৪ ১৭:৫৭:১৮
image

ঢাকা: প্রশাসনে ২০ উপসচিব পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হযেছে।


আদেশে বলা হয়েছে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল মজিদকে রংপুর বিভাগীয় কমিশনারের কার‌্যালয়ে পরিচালক স্থানীয় সরকার বিভাগ দেয়া হয়েছে।ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসানুল ইসলামকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সচিব করা হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক জিয়াউদ্দিনকে উপ-প্রকল্প পরিচালক করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যাস্ত করা হয়েছে।


কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নানকে সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্রগাম জোনোর এস্টেট ও আইন কর্মকর্তা করা হয়েছে।এছাড়া একই পদে ২০জনকে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এইচআর /এআর/ ঘ.)