logo ১০ মে ২০২৫
থানা থেকে আসামি পলায়ন ৩ পুলিশ ক্লোজড
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৫ নভেম্বর, ২০১৪ ২১:০০:০২
image


ঢাকা: চট্রগ্রামে লোহাগড়া থানা হাজত থেকে হত্যা মামলার রিমান্ডের আসামি পালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ২ উপ-পরিদর্শক (এসআই) ও ১ কনেস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে লোহাগাড়ায় থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামির নাম নুরুল ইসলাম (২৮)।  সে লোহাগাড়া উপজেলার চাঞ্চল্যকর বেলাল হত্যা মামলার আসামি।

থানা সূত্র জানায়, বেলাল হত্যার এজাহারভুক্ত আসামি বদিউল আলমের আদালতে দেয়া জবানবন্দির ভিত্তিতে গত ২০ নভেম্বর রাতে নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে আটক করা হয়েছিল।

পরদিন সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিষ্টেট কুদরত-ই-এলাহী’র আদালতে প্রেরণ করা হয়।  আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলেও ওই দিন রাত ৮টা ৫৫ মিনিটে তাকে থানায় নিয়ে আসা হয়েছিল।

সোমবার রাতে তাকে থানার সহকারী উপ-পরিদর্শকদের (এএসআই) একটি কক্ষে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরেফুল ইসলাম।  রাতভর জিজ্ঞাসাবাদ শেষে হ্যান্ডকাপ পরা অবস্থায় সেখানেই ছিল সে।

ভোরে প্রহরীর দায়িত্ব হস্তান্তরের সময় আনোয়ার নামে এক কনস্টেবল তাকে না দেখে থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এসআই আব্দুল জলিলকে জানান।  এরপর অনেক খোঁজাখুঁজির পরও ওই আসামিকে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এএ/এআর/ ঘ.)