logo ১১ মে ২০২৫
বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ নভেম্বর, ২০১৪ ১৮:৪৪:৪১
image

ঢাকা: বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি এন্ড রেগুলেশন) পদ থেকে বিমান বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন এস এম নাজমুলকে প্রত্যাহার করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি এন্ড রেগুলেশন) পদে প্রেষণে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম নাজমুলকে প্রত্যাহার করে তাঁর দায়িত্ব সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।


এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতজা খানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এইচআর/এমআর)