বিটিআরসির নতুন মহাপরিচালক ব্রি. জে.এমদাদ উল বারী
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৯ নভেম্বর, ২০১৪ ১৯:০৬:৪৪
ঢাকা: ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারীকে বিটিআরসির মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার নাঈম বজলুল করিমকে চট্টগ্রামের মেরিন একাডেমির ডেপুটি কমান্ডার পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
একই আদেশে বিটিআরসির মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মাওলা ভূঁইয়াকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া বিভিন্ন পদে বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এইচআর/এমআর)