logo ১১ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ নভেম্বর, ২০১৪ ১৭:১২:৩৯
image

ঢাকা:বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বেগম আয়েশা আক্তারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলী করা  হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ মনিরুজ্জামান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) হিসেবে নিয়োগ  দেওয়া হয়েছে।


পাট অধিদপ্তরের উপপরিচালক মো. তোফাজ্জল হোসেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপ-প্রধান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব সৈয়দ আলী আহসান বিআরটিএ- এর উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) এবং সিনিয়র সহকারী সচিব সাদেক আহমেদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ এনামুল আহসানকে বিপিএটিসি- এর উপপরিচালক এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি)শীলাব্রত কর্মকারকে বিপিএটিসি- এর উপপরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে বিপিএটিসি- এর উপপরিচালক এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকরী সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিনকে বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হায়াৎ-উদ-দৌলা খান বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল্লাহ-আল-মামুন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ  দেওয়া হয়েছে।


বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাইফুল ইসলামকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে নিয়োগের নিমিত্তে চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এইচআর/ জেডএ.)