logo ১১ মে ২০২৫
দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে সচিব ও যুগ্ম সচিবরা
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১২ নভেম্বর, ২০১৪ ১৩:৪৬:৪৪
image

ঢাকা: সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।


মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী গভর্মেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।


ভারতের মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ড. প্রজাপতি ত্রিবেদি এ প্রশিক্ষণ দিচ্ছেন।


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায়  এ প্রশিক্ষণ কর্মশালায় সব মন্ত্রণালয়ের সচিব  ও বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত ও যুগ্ম সচিবরা অংশ নিচ্ছেন।


সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিশ্বব্যাংকের সহযোগিতার কথা উল্লেখ করে সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দেন।


ওই চিঠিতে তিনি সচিবদের প্রশিক্ষণে অংশ নেওয়ার অনুরোধ করার পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের একজন করে অতিরিক্ত সচিব ও একজন করে যুগ্ম সচিবকে প্রশিক্ষণে পাঠানোর জন্য অনুরোধ করেন।


এবিষয়ে জনপ্রশাসন মন্তণালযের সিনিয়র সচিব ড.কামাল আব্দুল নাসের চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, এ ধরণের প্রশিক্ষণ সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করেতে পারবে।


তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন স্তরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করণ এবং সরকারি সম্পদের সুষ্টু ব্যবহার  করা জরুরি হযে পড়েছে এবং এটি আরো আগেই করা উচিৎ ছিল। তা হলে প্রশাসনে আরো গতি বৃদ্ধি পেতো।


(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এইচআর/এআর/ ঘ.)