logo ১১ মে ২০২৫
জালিয়াতি করেও সব সুবিধাই ভোগ করবেন তারা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ নভেম্বর, ২০১৪ ২২:৫০:০৯
image

ঢাকা: মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব নিয়াজউদ্দিন ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেনকে স্বেচ্ছা অবসরে পাঠানোর আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে তারা বাধ্য হয়ে অবসরে যাওয়ার পরও সকল সুবিধা ভোগ করার কথা উল্লেখ করে আজ রাতে এই আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ (১৯৭৪ সনের ১২নং আইন) এর ৯(১) ধারা অনুযায়ী তাদেরকে ৬ নভেম্বর থেকে স্বেচ্ছা অবসর প্রদান করা হলো।

বিধি মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয় হতে তারা অবসরজনিত সুবিধাই পাবেন।


(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/ এআর/ ঘ.)