logo ১১ মে ২০২৫
বেসামরিক প্রশাসনে তিন সামরিক কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ নভেম্বর, ২০১৪ ১৮:৫২:৪০
image

ঢাকা: প্রেষণে নিয়োগ পাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর তিন কর্মকর্তাকে প্রত্যাহার এবং একই পদে অপর তিন সেনা কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।


এদের মধ্যে কর্নেল মো. লোকমান আলী, পদাতিককে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপক (নিরাপত্তা) পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


মেজর মো. মাসুদ হাসান, পদাতিককে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর উপাচার্যের একান্ত সচিব (পিএস টু ভিসি) পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


মেজর সাজ্জাদ হোসেন খান, পদাতিককে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপক (নিরাপত্তা) পদে প্রেষণে কর্মরত কর্নেল মো. মোস্তাফিজুর রহমান খান, পদাতিককে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্তে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার পদে প্রেষণে কর্মরত মেজর মো. আব্দুল্লাহ-আল-হাসান, ইঞ্জিনিয়ার্সকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্তে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।


জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে কর্মরত মেজর আবু মুসা মো. শরীফুল ইসলাম, পিএসসি, এএসসিকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।


বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সৈয়দ বোরহান উদ্দিন মাহমুদ, পদাতিককে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।


(ঢাকাটাইমস/০৯নভেম্বর/এইচআর/এআর/ঘ.)