কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ শুরু হচ্ছে
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৮ নভেম্বর, ২০১৪ ১৯:৩৩:২৩

ঢাকা: সরকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ ও ১৩ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম সচিবদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। ভারতের মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ড. প্রজাপতি ত্রিবেদি এ প্রশিক্ষণ দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় আগামী ১৫ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ প্রশিক্ষণ কর্মশালায় সব মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকবেন। এর আগে আগামী ১২ ও ১৩ নভেম্বর একই স্থানে সব মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত ও যুগ্ম সচিবরা প্রশিক্ষণ নেবেন।
গত বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব সমন্বয় ড. নজরুল ইসলামের সভাপতিত্বে একটি প্রাক-প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম সচিব পর্যায়ের ৭০ জনেরও বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমরা সরকারি পর্যায়ে অনেক পরিকল্পনা করলেও যথাসময়ে তা আর হয়ে ওঠে না। কেন যথাসময়ে কাঙ্ক্ষিত ফল আসে না তাও আমরা অনেক সময় বুঝতে পারি না। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিয়েছে সরকার।'
সূত্র জানায়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিশ্বব্যাংকের সহযোগিতার কথা উল্লেখ করে সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের একটি চিঠি দেন। ওই চিঠিতে তিনি সচিবদের প্রশিক্ষণে অংশ নেওয়ার অনুরোধ করার পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের একজন করে অতিরিক্ত সচিব ও একজন করে যুগ্ম সচিবকে প্রশিক্ষণে পাঠানোর জন্য অনুরোধ করেন।
চিঠিতে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী ১২, ১৩ ও ১৫ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'সরকারি দপ্তরে কর্মসম্পাদন ব্যবস্থা পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
(ঢাকাটাইমস/৮নভেম্বর/এইচআর/এমএম)