logo ১২ মে ২০২৫
পাঁচ মাসের মাথায় রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলীকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ নভেম্বর, ২০১৪ ২০:৫২:১৭
image

চট্টগ্রাম: রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাইকে বদলি করা হয়েছে। যোগদানের পাঁচ মাসের মাথায় বদলী করা হলো তাকে।

রেলওয়ে (কর্মচারি) কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আহম্মদ উল্লা মিয়াকে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলে আব্দুল হাইকে পদায়ন করা হয়েছে।

রবিবার রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাফিয়া আরেফীন এ আদেশ (স্বারক নং- ৫৪.০০.০০০০.০০৭.১৯.০৬২.১০.২৪২২) জারি করেন।

এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের নিবার্হী প্রকৌশলী-৩ আরিফুর রহমানকে ঢাকার নিবার্হী প্রকৌশলী-১ এ বদলি করা হয়েছে। ঢাকার নিবার্হী প্রকৌশলী-১ লিয়াকত শরীফকে চট্টগ্রামের নিবার্হী প্রকৌশলী-৩ এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোজাম্মেল হক জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে এ বদলি আদেশ জারি করা হয়েছে।


(ঢাকাটাইমস/৩নভেম্বর/এমএটি)