সিনিয়র সহকারী সচিব পদে বদলী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ অক্টোবর, ২০১৪ ১৯:২৭:৩৫
ঢাকা: শিল্প মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. আল মামুনকে গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে বদলী করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব খন্দকার মনোয়ার মোর্শেদকে সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আরফানুল হককে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলী করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/ এইচআর/ জেডএ.)