logo ১৯ আগস্ট ২০২৫
পুলিশে বিভিন্ন পদে শতাধিক পদোন্নতির সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ অক্টোবর, ২০১৪ ১৭:৫৮:৫৩
image

ঢাকা: পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) পদে ২১ জন, পুলিশ সুপার (এসপি) পদে ৪৫ জন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে ১১৩ জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদোন্নতি সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মনজুরুল হক খান।

বৈঠকে আরো ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন।


এসব পদে বিসিএসের ১৯, ২০ ও ২১ ব্যাচের কর্মকর্তারা রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।


(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এইচআর/এমএম)