logo ১৩ মে ২০২৫
এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক হলেন আবুল হাসনাত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ অক্টোবর, ২০১৪ ১৯:১৪:৪৭
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার লে: কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান খানকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) বদলিকৃত উপ-পরিচালক পদ থেকে অতিরিক্ত পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


এর আগে গত ২৮ সেপ্টেম্বর তাকে এনএসআইয়ের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা: সৈয়দ কানিজ ফাতেমাকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার পদে বদলী করা হয়েছে।


বাংলাদেশ রেলওয়ে চলতি দায়িত্ব উপপরিচালক (প্রকৌশল) মো: সেলিম রউফকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি জোনাল ম্যানেজার করা হয়েছে।


তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার বেগম সুফিয়া বেগমকে আরসিএইচসিআইবি শীর্ষক প্রকল্পে বদলী করা হয়েছে।


এছাড়া বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্তসচিব) আহসান জাকিরকে পেনশন ও অবসরোত্তর ছুটিকালীন বেতন ভাতাদি পরিশোধের সুবিধার্থে বর্তমান পদে হতে প্রত্যাহারপূর্বক আগামী ১ নভেম্বর হতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২২অক্টোবর/এইচআর/এমএম)