পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান নাজিম উদ্দীন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ অক্টোবর, ২০১৪ ১৮:১০:১৫
ঢাকা: পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দীন চৌধুরী।
রবিবার মন্ত্রণালয়ের এক আদেশে নিজাম উদ্দীন চৌধুরীকে অতিরিক্ত এ দায়িত্ব দেওয়া হয়।
চেয়ারম্যান হিসেবে অধ্যাপক হোসেন মনসুরের চুক্তিভিত্তিক মেয়াদ গত শনিবার শেষ হয়।
হোসেন মনসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। গত সরকারের মেয়াদ থেকে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এইচআর/এমএম)