logo ১৩ মে ২০২৫
প্রাথমিকের ডিজি পদে আলমগীরের যোগদান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ অক্টোবর, ২০১৪ ১৭:৩৪:০২
image

ঢাকা: আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে মো. আলমগীর যোগদান করেছেন|


বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।


এত বলা হয়, আলমগীর এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় আলমগীরকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলি করে।


আলমগীর ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরী জীবন শুরু করেন।


তিনি বিভিন্ন সময় দেশে ও বিদেশে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক এবং ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ) এর প্রশাসক ছিলেন।


মো: আলমগীর ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৩ সালে একই বিষয়ে এম.এস.এস ডিগ্রী অর্জন করেন। মো: আলমগীর মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।


(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এইচআর/এমএম)