logo ১৪ মে ২০২৫
চাঁদপুরে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী আটক
চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৪ ১৮:৪৯:০৫
image


চাঁদপুর: চাঁদপুর শহরের ওয়্যারলেছ এলাকার মৃধাবাড়ী সড়কের চৌকিদার বাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মাহফুজা বেগমের আঘাতে মারা গেছেন স্বামী মো. আবু সাঈদ। রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

নিহত আবু সাঈদ চৌকিদার বাড়ির খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, গত রবিবার বিকালে মাহফুজার সঙ্গে তার স্বামী আবু সাঈদের কথা কাটাকাটি হয়। রাতে তাদের মধ্যে হাতাহাতিও হয়। এ সময় মাহফুজা নিজেকে রক্ষা করতে স্বামীর গোপনাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই সাঈদের মৃত্যু হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. কাইয়ুম পুলিশ নিয়ে ওই বাড়িতে উপস্থিত হন। পরে পুলিশ মাহফুজাকে আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. কাইয়ুম জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/এমআর)