বিটিভির শাহিদা আলমের চুক্তির মেয়াদ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৪ ১৮:৪৬:১০

ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপ-মহাপরিচালক (বার্তা) ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক দুই পদে চুক্তিভিক্তির মেয়াদ একবছর বাড়ানো হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বিটিভির অবসরপ্রাপ্ত কর্মকর্তা বেগম শাহিদা আলমকে অন্যান্য সকল প্রতিষ্টান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগাদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের(বিটিভি) উপ-মহাপরিচালক পদে চুক্তিভিক্তিক নিয়োগ প্রদান করা হলো।
বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো: মোশাররফ হোসেনের চুক্তির মেয়াদ পুর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরুপ শর্তে ২৬ সেপ্টেম্বর যোগদানের তারিখ থেকে পরবর্তী বছর উক্ত পদে চুক্তিভিক্তিক নিয়োগ দেয়া হলো।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত অতিরিক্ত সচিব মোহম্মদ আতোয়ার রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক পদে এবং শিক্ষামন্ত্রণালয়ের অতিক্তি সচিব মো: বজলুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলীয় করা হয়েছে।
অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সুব্রত পাল চৌধুরীকে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসার পদে বদলি করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উপ-পরিচালক (উপসচিব) বেগম কামরুন নাহার সিদ্দিকীকে জি আই ইউ এর পরিচালক পদে প্রধানমন্ত্রী কার্যালয়ে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এইচআর/এএসএ)