logo ১৪ মে ২০২৫
দুই উপসচিব বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ অক্টোবর, ২০১৪ ১৫:৪২:৩২
image

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) ডা. মো: সারোয়ার বারীকে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এছাড়া উপসচিব বেগম নাজনীন কাউসার চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) তানবীর মোহাম্মদ আজিমকে সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


এইসাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম রোকেয়া খাতুনকে উপজেলা নির্বাহী অফিসার পদে রাজশাহী বিভাগে ন্যস্ত করা হলে তা বাতিল করা হয়।


(ঢাকাটাইমস/২অক্টোবর/এইচআর/এমএম)