logo ১৪ মে ২০২৫
উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৪ ১৮:৫৭:২৬
image

ঢাকা: প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নুরুন্নবী শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপ-সচিব এসএম সেলিম রেজা যুব উন্নয়ন অধিদফতরের “অবশিষ্ট ১১টি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।


এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন “বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, বরিশাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ ঢাকাস্থ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) বেগম নুরুন আখতার বিটিআরসি- এর পরিচালক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলমগীর হোসেন বাংলাদেশ ফরম্স ও প্রকাশনা অফিস উপ-পরিচালক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেন্ডার, এনজিও এন্ড স্টেকহোল্ডার পার্টিসিপেশন ইউনিটের উপ-প্রধান (উপ-সচিব) মোহাম্মদ আল আমিন দি গভর্ণমেন্ট প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব হিসেবে বদলির আদেশাধীন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের কাজী নাজির হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব, বাংলাদেশ স্টেশনারী অফিসের উপ-পরিচালক (উপসচিব) মীর মো. নজরুল ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।


খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ‘Development of Bangladesh Poverty Database (BPD) Project (Component-3) of the Strengthening the Safety Net System for the Poorest’ শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. মনিরুজ্জামান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, ঢাকার উপ-পরিচালক এসএম ফেরদৌস আলম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।


বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) সৈয়দা নওশীন পনিনী রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) পারভেজ রায়হান মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ ফারহানা রহমান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব এবং মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কুদ্দুছ আলী সরকার এবং মোহাম্মদ ফজলে আজিম মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। 


(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এইচআর/এমএম)