পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য হলেন রফিউল হাসান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:০৫:৩৩
ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার এম রফিউল হাসানকে (ট্যাজ) পায়রা বন্দর কর্তৃপক্ষের সার্বক্ষণিক সদস্য পদে চুক্তিভিক্তিক নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার এম রফিউল হাসাকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদান করতে বলা হয়েছে।
এছাড়া অবসর উত্তর ছুটি ভোগরত অধ্যাপক ডা: মো: জাহেদুল আলমের চুটি বাতিল করে শর্তে দিয়ে চুক্তিভিক্তিক এক বছরের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এইচআর/এমএম)