logo ১৪ মে ২০২৫
এসআই নিয়োগের ক্ষমতা পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
হাবিবুর রহমান, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৪ ১৯:৩৭:৩৬
image

ঢাকা: সাব ইন্সপেক্টর পদে নিয়োগের ক্ষমতা পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে দ্বিতীয় শ্রেণির সাব ইন্সপেক্টর পদে নিয়োগ ও চাকরি স্থায়ীকরণ বিষয়ে পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শের প্রয়োজন হবে না স্বরাষ্ট মন্ত্রণালয়ের। এ সংক্রান্ত বিধান রহিত করা হয়েছে। 


মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এবিষয়ে সার সংক্ষেপ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইঞা।  


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত সার সংক্ষেপে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, টাউন সাব ইন্সপেক্টর পদকে তৃতীয় শ্রেণি থেকে ‍দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ১৫ এপ্রিল উক্ত পদে নিয়োগ ও স্থায়ীকরণ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাথে পরামর্শকরণের বিধান রহিতকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রস্তুত করে কর্মকমিশনে পাঠায়। কর্ম কমিশন তাতে সুপারিশ করে।


প্রথমে ইন্সপেক্টর পদও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ ও স্থায়ীকরণের প্রস্তাব করা হয়। পরে ইন্সপেক্টর পদটি বাদ দিয়ে নতুন প্রজ্ঞাপন তৈরি করে প্রস্তাব পাঠানো হয়। সেটিই চূড়ান্তভাবে অনুমোদন হয়।


(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এইচআর/এমএম)