সিএমপি কমিশনার পদে যোগ দিলেন জলিল মণ্ডল
চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৪ ১৯:৫৯:২১

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে যোগ দিয়েছেন আব্দুল জলিল মণ্ডল। রবিবার সকালে তিনি এ পদে যোগ দেন বলে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে আব্দুল জলিল মণ্ডল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে সম্প্রতি বদলি হয়ে তিনি সিএমপিতে এসেছেন।
নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার হাছান চৌধুরী জানান, কর্মজীবনে আব্দুল জলিল মণ্ডল সিএমপির অতিরিক্ত কমিশনার, বাগেরহাট, নীলফামারী এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কসভো ও ক্রোয়েশিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন।
সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আব্দুল জলিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য নগরবাসীর সহযোগিতা চেয়েছেন।
সিএমপি কমিশনরের দায়িত্বে থাকা মো. শফিকুল ইসলামকে সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেন। প্রায় এক মাস ধরে শূন্য থাকা ওই পদে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/এআর/ ঘ.)