logo ১৪ মে ২০২৫
বিআইআইএসএসের নতুন মহাপরিচালক জেনারেল আবদুর রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৪ ১৮:৩৬:৫১
image

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান এনডিসিকে বাংলাদেশ ইনষ্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের (বিআইআইএসএস ) মহাপরিচালক পদে প্রেষনে নিয়োগ দিয়ে তার চাকুরি পররাস্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। একই সাথে বাংলাদেশ ইনষ্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক পদে প্রেষনে থাকা মেজর জেনারেল এস এম শফিউদ্দিনকে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের লক্ষ্যে তাঁর চাকরি সশন্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।


অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার উপদেষ্টা পদে প্রেষনে কর্মরত কর্নেল মো: ইলিয়াস হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেয়ার লক্ষ্যে তাঁর চাকরি সশন্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।


এদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর একান্ত সচিব মো: জিল্লুর রহমানকে সহকারী কমিশনার(ভুমি)পদে দিনাজপুর জেলার পার্বতীপুরে নিয়োগ দেয়া হয়েছে।


ঢাকাটাইমস/এইচআর/