স্থায়ী বেতন কাঠামো চূড়ান্ত করতে বৈঠক কাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৪ ১৭:৪০:৪৭
ঢাকা: সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বেতন কাঠামো চূড়ান্ত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সঙ্গে বৈঠকে বসবে স্থায়ী বেতন ও চাকরি কমিশন (পে-কমিশন)।
বুধবার বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।বৈঠকে সভাপতিত্ব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ে থেকে ৫০ জনকে ঢাকা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে স্থায়ী বেতন কাঠামো নিয়ে মতামত তুলে ধরবেন কমিশনের সদস্যরা। বৈঠকে একটি কাঠামো তৈরি করে তা চূড়ান্ত করতে মতামত নেয়া হবে।
২০০৯ সালের ১১ নভেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়ছিল। ওই বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ে সর্বোচ্চ ৭৪ শতাংশ। সর্বনিম্ন ৫৬ শতাংশ। সর্বোচ্চ বেতন ৪০ হাজার এবং সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল চার হাজার ১০০ টাকা। এছাড়া অন্যান্য আর্থিক সুবিধা সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। এরও আগে ২০০৫ সালে সর্বশেষ বেতন কাঠামো কার্যকর করা হয়েছিল।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এইচআর/এএসএ)