logo ১৪ মে ২০২৫
৯ মাসে ১৩৮ জন কর্মকর্তাকে ওএসডি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৪ ১৯:৪৫:১৫
image

ঢাকা: বর্তমান সরকারের ৯ মাসে ১৩৮ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


মঙ্গলবার  বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্ন ৭৮৪ এর উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সংসদকে এ তথ্য জানান।


প্রতিমন্ত্রী জানান, ওএসডি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সচিব ১ জন, অতিরিক্ত সচিব ১৪ জন, যুগ্মসচিব ৪১ জন, উপসচিব ২২ জন, সিনিয়র সহকারী সচিব ৫০ জন এবং সহকারী সচিব ১০ জন।


তিনি জানান, ১ জানুয়ারি হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মকর্তাদের ওএসডি করা হয়। বিএনপি জোটের আমলে ৪২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।


বেগম সানজিদা খানমের তারকা চিহ্নিত প্রশ্ন ৭৮৩ এর উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ৪২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত মাত্র ৫ জনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।


 আবদুর রউফের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বেসামরিক প্রশাসনের কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারকে ৫ লাখ টাকা ও গুরুতর অবস্থায় অক্ষম হলে ২ লাখ টাকা পেয়ে থাকেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ হতে এই টাকা দেওয়া হয়। তবে যদি কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে কর্মচারী কল্যাণ বোর্ড হতে দাফন বাবদ ২৫ হাজার টাকা দেয়া হয়। স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পান না।


(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এইচআর/এএসএ)