logo ১৫ মে ২০২৫
চার ডাক্তারকে বিজিবি হাসপাতালে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ সেপ্টেম্বর, ২০১৪ ১৯:১৪:৪৮
image

ঢাকা: বর্ডার গার্ড হাসপাতাল পিলখানায় চারজন ডাক্তারকে বদলি করা হয়েছে। রবিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. জহিরুল ইসলামকে বর্ডার গার্ড হাসপাতাল পিলখানায় জুনিয়র কনসালট্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পরবর্তী পদায়নের জন্য মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সামাদকে পিলখানা হাসপাতালে দেয়া হয়েছে।


স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিডফোর্ড হাসপাতালের এনাটমি বিভাগের প্রভাষক ডা. সোনিয়া রহমানকে পিলখানা হাসপাতালে দেয়া হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ কামাল আক্তারকে পিলখানা হাসপাতালে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এইচআর/এএসএ)