logo ১৫ মে ২০২৫
পাচঁ উপজেলা নির্বাহী অফিসার পদে রদবল
নিজস্ব পতিবেদক, ঢাকাটাইমস
১১ সেপ্টেম্বর, ২০১৪ ১৯:৪২:১৪
image

ঢাকা:রাঙ্গামাটি জেলার বরকল উপজেলা নির্বাহী অফিসার মো: খুরশীদ শাহরিয়ারকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) রাজিবুল আহসান, ভুমি মন্ত্রণালয়ের চার্জ অফিসার বেগম রোকসানা রহমান ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপ পরিচালক বেগম তাজিনা সারোয়ারকে উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়নের ঢাকা বিভাগীয় কমিশনারের কাযালয়ে ন্যস্ত করা হয়েছে।


এছাড়া নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামকে সিলেট বিভাগীয় কমিশনার কাযালয়ে ন্যাস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এইচআর/এআর/ ঘ.)