কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান আহাম্মেদ হোসেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ সেপ্টেম্বর, ২০১৪ ২০:৫১:২২
ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আহাম্মেদ হোসেন খানকে বাংলাদেশ খুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ছাড়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরকে বাংলাদেশ জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুসকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এইচআর/এমএম)