logo ২৮ মে ২০২৫
ডিএমপির ৪ ডিসি বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৪ ১৯:৩৩:৩১
image

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার উপ-কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে।


ডিএমপিতে সদ্য যোগ দেওয়া মফিজ উদ্দিন আহম্মেদকে লালবাগ বিভাগে ও মোঃ আবদুল বাতেনকে রমনা বিভাগেবদলি করা হয়েছে। এ ছাড়াও উত্তরা বিভাগের ডিসি মো. নিশারুল আরিফকে মিরপুর বিভাগে ও রমনা বিভাগের ডিসি মো. ইকবাল হোসেনকে উত্তরা বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়।


ডিএমপি থেকে জারি করা এক আদেশে তাদের বদলি করা হয় বলে জানিয়েছে ডিএমডির গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।


(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এমএম)