logo ৩০ এপ্রিল ২০২৫
যুগ্মসচিব পর্যায়ে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৪ ২১:১৩:৩৩
image

ঢাকা: টিসিবির পরিচালক মো: রমজান আলীকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক করা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ কথা জানা যায়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: ইফতেখারুল ইসলামকে টিসিবির পরিচালক করা হয়েছে। যুগ্নসচিব মনজুর রহমানকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক করা হয়। যুগ্মসচিব আকবর হোসেনকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপপরিচালক করা হয়েছে।বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের সচিব মো: সাবের হোসেনকে প্রাখমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক করা হয়।জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় ভুষণ পালকে বিআরটিএ’র পরিচালক করা হয়। বস্ত্র পরিদপ্তরে পরিচালক মিজানুর রহমানকে বাংলাদেশ  ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক করা হয়।


তথ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শেখ ফিরোজ আহমেদকে বিসিকের পরিচালক করা হয়। প্রকল্প পরিচালক মালটি পারপাস সাইক্লোন সেলটার নির্মাণ প্রকল্পের পরিচালক মো: সামসুজ্জামানকে  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়।যুগ্নসচিব মোহাম্মদ মোজাক্কের আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের পরিচালক করা হয়েছে এবং যুগ্নসচিব মো: কামাল উদ্দিনকে প্রকল্প পরিচালক মালটিপারপাস সাইক্লোন সেলটার নির্মাণ প্রকল্পের পরিচালক করা হয়।এছাড়া পরিচালক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বদলীয়র আদেশাধীন মো: মনিরুজ্জামানকে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্নসচিব করা হয়েছে।


এছাড়া বিআরটিএ পরিচালক মো: মতিয়ার রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্নসচিব) করা হয়েছে। বিজেএমসির পরিচালক বদলীর আদেশাধীন মোহাম্মদ নুরুল ইসলামকে তথ্যে মন্ত্রণালয়ের যুগ্নসচিব করা হয়েছে। বানিজ্য মন্ত্রণালয়ের বিইজিপি শীর্ষক প্রকল্পের উপ-পরিচারক এ ইউ,এস এম সাইফুল্লাহকে ভুমিমন্ত্রণালয়েরর যুগ্নসচিব করা হয়েছে।


বিনিয়োগ বোর্ডের পরিচালক ডা. মোহাম্মদ ফজলুল হককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংযুক্ত করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্নসচিব ডি এম গোলাম ফারুককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্নসচিব) করা হয়েছে।


(ঢাকাটাইমস/০৩ সেপ্টেম্বর/এইচআর/ এআর/ ঘ.)