বিভ্রাট এড়াতে বদলে গেল যোগাযোগ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৪ ১৩:৪৭:০৭

ঢাকা:যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।কিছু বিভ্রাট এড়াতে বা নামটি যুগোপযোগি করতেই এই নতুন নামটি রাখা হয়েছে।
নতুন নাম হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এ ব্যাপারে আজ বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আর এ মন্ত্রণালয়ের অধীন সড়ক বিভাগের (রোড ডিভিশন)নাম দেয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশন)
বুধবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে নাম পরিবর্তনের এই আদেশ দেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যোগাযোগ মন্ত্রণালয়ের ইংরেজি নাম মিনিস্ট্রি অব কমিউনিকেশন হওয়ায় বিদেশিদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অনেকে রেল ও নৌ যোগাযোগ কিংবা তথ্যপ্রযুক্তি খাতকে এ মন্ত্রণালয়ের আওতাধীন মনে করে যোগাযোগ করে। আবার কেউ কেউ এ মন্ত্রণালয়কে সরকারের জনসংযোগ দপ্তর ভেবেও ভুল করে।
এ বিড়ম্বনা কাটাতেই সরকার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বলে কর্মকর্তারা জানান।
সড়ক, সেতু ও রেলপথ বিভাগের সমন্বয়ে ২০১১ সালের ২৮ এপ্রিল যোগাযোগ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে সরকার। তবে ২০১১ সালের ৪ ডিসেম্বর রেল বিভাগকে আলাদা করে রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়।
(ঢাকাটাইমস/ ০৩ সেপ্টেম্বর/ এআর /ঘ.)