প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৪ ১৮:০৮:৫৯
ঢাকা: পাবনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম বেনজামিন রিয়াজীকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এদিকে পৃথক আরেকটি আদেশে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারি সচিব মো. রশিদুল মান্নাফ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগের মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে।
অপরদিকে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার সাইদুজ্জামান খানকে বরিশাল বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারি সচিব পারভেজুর রহমানকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি)মোহাম্মদ আবুল হাশেমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এইচআর/এমএম)