অবসরপ্রাপ্ত ৭৩ কর্মকর্তার রেলওয়ে চুক্তিভিত্তিক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৪ ১৩:০৮:১৬
ঢাকা: বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের যান্ত্রিক বিভাগের ওয়ার্কশপ/সেড ডিপোর অবসরপ্রাপ্ত ১১৮ জন কর্মকর্তা-কর্মচারিকে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
এরমধ্যে ৪৫ জন আগে থেকেই চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন। তাদের চুক্তির মেয়াদ একবছর বাড়ানো হয়েছে। আর ৭৩ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিকে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগে দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এইচআর/এমএম)