গণপূর্তের নতুন প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঞাঁ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ আগস্ট, ২০১৪ ১৭:৪৭:৫০

ঢাকা: গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস (গণপূর্ত) ক্যাডারের সদস্য ও অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞাঁ।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দিয়ে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেয়া হয় গতকাল বুধবার। তিনি তিন বছর ধরে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পালন করছিলেন। সরকার সম্প্রতি এ পদটিকে সচিব মর্যাদায় গ্রেড-১ পদে উন্নিত করেছে।
মুক্তিযোদ্ধা কবির আহমেদ ভূঞা ১৯৭৮ সালে চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) প্রথম শ্রেনীতে তৃতীয় স্থান অর্জন করেন। ১৯৭৯ সালের বিসিএস (গণপূর্ত) ক্যাডারে সহকারি প্রকৌশলী পদে যোগ দেন।
তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ’র (আইইবি) ভাইস প্রেসিডেন্ট ও সহকারী সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে এবং বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি, চার বার সহসভাপতি ও দুই বার মহাসচিব নির্বাচিত হন।
এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, প্রকৌশল প্রাতিষ্ঠানিক কমান্ডের আহ্বায়ক, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নির্বাহী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেন।
(ঢাকাটাইমস/২৭আগস্ট/এইচআর/এএসএ)