মাঠ প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ আগস্ট, ২০১৪ ১৭:৩৭:৪২
ঢাকা: রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফ উদ্দীন আহমেদকে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আনোয়ারুল ইসলামকে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
সড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মতিউল ইসলাম চৌধুরীকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক বেগম মেরিনা নাজনীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব নেওয়াজ হোসেন চৌধুরীকে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রায়হান আখতারকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৫ আগস্ট/এজে)