logo ০১ মে ২০২৫
প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৪ ১৭:৩১:১৮
image

ঢাকা: নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম মোস্তফাকে প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


যশোর জোনাল সেটেলমেন্ট অফিসার দীলিপ কুমার বণিককে বর্তমান পদ হতে পত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং এ ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপ-পরিচালক এম ডি আবদুস সালামকে যশোর জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৪ আগস্ট/এজে)