প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
৩য় ও ৪র্থ শ্রেণি পদে নিয়োগপরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ আগস্ট, ২০১৪ ১৮:৪৩:২৪
ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণী পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে। লিখিত পরীক্ষা ২২ আগস্ট শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার পরিবর্তিত তারিখ যথাসময়ে প্রার্থীদেরকে জানিয়ে দেয়া হবে।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এইচআর/এএসএ)