ঢাকা: প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার ২১ জন সিনিয়র সহকারী সচিব পদে রদবদলের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) পদ হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য নরসিংদী সদরের সহকারী কমিশনার মোসাঃ লুৎফুন নাহার নাজিম, জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আর মাহমুদ জামান, মানিকগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফারজানা সিদ্দিক, যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন, মানিকগঞ্জ সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) খালেদা নাসরিন এবং ব্রাক্ষণবাড়িয়া নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালামকে ঢাকায়, কুড়িগ্রাম সদরের সহকারী কমিশনার (ভূমি) নূর কুতুবুল আলম, লালমনিরহাট হাতিবন্ধার সহকারী কমিশনার (ভূমি) মো. মোখলেছুর রহমান, সিরাজগঞ্জ রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এনামুল আহসান, জয়পুরহাট কালাইয়ের সহকারী কমিশনার (ভূমি) শাহেদ পারভেজ এবং নীলফামারী সদরের সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ সাবিহা সুলতানাকে রাজশতীতে, ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হাবিব উল্লাহ, নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরুজ্জামান, টাঙ্গাইল ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মৎ শাহিনা আক্তার সিলেট সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সিলেটে, মাদারীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ঝুমুর বালা এবং গোপলগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ওবাইদুর রহমানকে খুলনায়, চট্টগ্রাম সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন ও চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিনকে চট্টগ্রামে এবং ঢাকা রংপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত আলীকে রংপুরে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এসাইনমেন্ট অফিসার (সিনিয়র সহকারী সচিব) বেগম রোকেয়া বেগমকে বর্তমান প্রেষণ পদ হতে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষের (বাবাকে) সিনিয়র সহকারী সচিব পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এমএম)